খুলনা: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাবে একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
খুলনা প্রেসক্লাব আয়োজিত তিনদিনব্যাপী এ কর্মসূচির প্রথম দিনে বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও শোকাবহ ১৫ আগস্টের ওপর চিত্রশিল্পী হিমা আক্তার হিরামনির ‘একক চিত্র প্রদর্শনী’ প্রদর্শন করা হয়।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
এ সময় বক্তব্য রাখেন- খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সাবেক সভাপতি আহমদ আলী খান, এস এম নজরুল ইসলাম ও ফারুক আহমেদ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য মো. শাহ আলম, মো. আনিসউদ্দিন, শেখ মাহমুদ হাসান সোহেল ও সোহেল মাহমুদ, ক্লাব সদস্য আতিয়ার রহমান, আব্দুল হালিম, মো. জাহিদুল ইসলাম, হারুন-অর-রশীদ, ওয়াহেদ উজ জামান বুলু, আনোয়ারুল ইসলাম কাজল, আসাদুজ্জামান খান রিয়াজ, জয়নাল ফরাজী, শেখ মো. সেলিম, দীলিপ কুমার বর্মন, ইউজার সদস্য মো. নেয়ামুল হোসেন কচি, রীতা রানী দাস, মো. আজিজুল ইসলাম, বাবুল আকতার, এস এম বাহাউদ্দিন, মো. হেলাল মোল্লা, তুফান গাইন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এমআরএম/কেএআর