ঢাকা: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। তার চিকিৎসায় পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
শনিবার (১৪ আগস্ট) বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চঞ্চল মাহমুদের স্ত্রীর হাতে সহায়তার চেক তুলে দেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
এ সময় বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলী, পরিচালক তানভীর আহমেদ, পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথী, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবং ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, দেশের ফ্যাশন আলোকচিত্রের অন্যতম পথিকৃত, চঞ্চল মাহমুদের চিকিৎসার জন্য তার সহধর্মিণীর কাছে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ অনুসারী চঞ্চল মাহমুদ। বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের পর থেকেই প্রতিবাদস্বরূপ সব সময়ই কালো পোশাক পরিধান করেন খ্যাতিমান এ আলোকচিত্রী।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। শোকের মাসে বিজিএমইএ চঞ্চল মাহমুদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এসই/আরআইএস