ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

নিহত কনস্টেবলের স্ত্রীর চাকরির ব্যবস্থা করলেন আরএমপি কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
নিহত কনস্টেবলের স্ত্রীর চাকরির ব্যবস্থা করলেন আরএমপি কমিশনার

রাজশাহী: সড়ক দুর্ঘটনায় নিহত কনস্টেবলের স্ত্রীর চাকরির ব্যবস্থা করে দিয়ে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে আরএমপি সদর দফতরে নিহত কনস্টেবল কামাল পারভেজের স্ত্রী মোছা. মাহফুজা খাতুনকে আল-আকসা ডেভেলপার্স (প্রা.) লিমিটেড কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়।

এ সময় পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, আল-আকসা ডেভেলপার্স (প্রা.) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী উপস্থিত ছিলেন।

আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, কনস্টেবল কামাল পারভেজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একজন পুলিশ সদস্য ছিলেন। তিনি গত বছরের ২২ মার্চ সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে গত ২৬ মার্চ  তিনি মৃত্যুবরণ করেন। পরিবারের উপার্জনক্ষম একমাত্র সদস্যকে হারিয়ে তার স্ত্রী মাহফুজা শিশু সন্তান ও পরিবার নিয়ে এই বৈশ্বিক মহামারিতে চরম সঙ্কটের মধ্যে পড়েন। মানবিক বিপর্যয় নেমে আসে তার ওপর।

তার এই অসহায়ত্বের কথা জেনে আরএমপির পুলিশ কমিশনার কামাল পারভেজের স্ত্রী-সন্তানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপদকালীন সংকট মোকাবিলার জন্য আর্থিক অনুদানও দেন তিনি। পরবর্তীতে পুলিশ কমিশনার তার একান্ত মানবিক উদ্যোগে মৃত কনস্টেবল কামাল পারভেজের স্ত্রীকে যোগত্যানুযায়ী চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আহ্বান জানান।

পুলিশ কমিশনারের মানবিক আহ্বানে সাড়া দিয়ে আল-আকসা ডেভেলপার্স লিমিটেড মৃত কনস্টেবলের স্ত্রীকে তাদের কোম্পানিতে চাকরি দেওয়ার আগ্রহ প্রকাশ করে। চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে অসহায় এ নারী আরএমপি পুলিশ কমিশনার ও আল-আকসা ডেভেলপার্স লিমিটেডসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।