চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পানিতে ডুবে হাফসা খাতুন (০৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের চকপুস্তুম গ্ৰামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে শিশু হাফসা হোগলা বিল দামোসে গোসল করতে যায়। এসময় সে সিঁড়ি থেকে পড়ে পানিতে ডুবে যায়। পরে তার মা অনেক খোঁজাখুঁজির পর সেখান তার মরদেহ উদ্ধার করে।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এনটি