ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

রৌমারীতে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
রৌমারীতে গৃহবধূর আত্মহত্যা ...

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শাবনুর বেগম (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত শাবনুর দাঁতভাঙ্গা ইউনিয়নের গুটলী গ্রামের বংশির চর এলাকার অটো চালক আনোয়ার হোসেনের স্ত্রী।

 

শনিবার (১৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দাঁতভাঙ্গা ইউনিয়নের গুটলী গ্রামের বংশির চর এলাকায় স্বামীর বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গৃহবধূ শাবনুরের স্বামী আনোয়ার ব্যাটারিচালিত অটো চালাতে এবং  শ্বশুর ও শাশুড়ি বাড়ির বাহিরে দিনমজুরের কাজ করতে যায়। ফাঁকা বাড়িতে গৃহবধূ শাবনুর নিজ শোবার ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। এসময় প্রতিবেশীরা ওই গৃহবধূর কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়িতে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।  

রৌমারী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) এনামুল বাংলানিউজকে জানান, আত্মহত্যার খবর শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।