ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামে একই রশিতে ঝুলে আবু সাইদ (১৭) ও সোহানা খাতুন (১৫) নামে দুই কিশোর-কিশোরী আত্মহত্যা করেছে।
শনিবার (১৪ আগস্ট) সকালে মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল-আমিনের রান্নাঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
আবু সাইদ ওই উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের দিনমজুর আবু সুলতানের ছেলে এবং সোহানা খাতুন একই উপজেলার নেপা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের শাহ জামালের মেয়ে এবং কাঞ্চনপুর মাধ্যমিক মবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, ওই গ্রামের কৃষক আলামিনের রান্না ঘরে তার শ্যালিকা সোহানা খাতুন ও চাচাতো ভাই সাঈদের মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আলামিনের শ্যালিকা সোহানা তার বাড়িতে থাকত। কয়েক মাস ধরে তার চাচাতো ভাই সাঈদের সঙ্গে সোহানার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ার পর এ ঘটনা ঘটে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
আরএ