ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে হেরোইনসহ দুই যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
কুড়িগ্রামে হেরোইনসহ দুই যুবক আটক হেরোইনসহ দুই যুবক আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর এলাকা থেকে দুই গ্রাম হেরোইনসহ হবিবুর রহমান (৩২) ও কমল দর্জি (৩৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে যাত্রাপুর ইউনিয়নের টেম্পু স্ট্যান্ড নোয়ানীপাড়া ও ঘনেশ্যামপুর এলাকা থেকে ওই দুই মাদক যুবককে আটক করা হয়।

 

আটকরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নোয়ানীপাড়া গ্রামের শামসুল হকের ছেলে হবিবুর রহমান ও ঘনেশ্যামপুর এলাকার ধরণী কান্ত সরকারের ছেলে কমল চন্দ্র সরকার ওরফে কমল দর্জি (৩৪)।  

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার যাত্রাপুর ইউনিয়নের টেম্পু স্ট্যান্ড নোয়ানীপাড়া পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  


বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এফইএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।