বাগেরহাট: তলা ফুটো হয়ে তিনদিন ধরে পানির নিচে বাগেরহাটের মোরেলগঞ্জের ফুলহাতা লঞ্চঘাটের পন্টুন। ফলে পন্টুনে ভিড়তে পারছে না লঞ্চ ও যাত্রীবাহী ট্রলার।
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বলছে গুরুত্বপূর্ণ এই পন্টুনটি অল্প সময়ের মধ্যে পরিবর্তন করে নতুন পন্টুন দেওয়া হবে।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর তীরে অবস্থিত সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা লঞ্চঘাটটি ইউনিয়নবাসীর জন্য গুরুত্বপূর্ণ। ওই ইউনিয়নের লোকজন জেলা সদর, উপজেলা সদরসহ ইউনিয়নের বাইরে যোগাযোগের জন্য ট্রলার ও লঞ্চ ব্যবহার করে থাকেন। গুরুত্বপূর্ণ এই ঘাটটি বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে পানির নিচে থাকায় ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের কয়েক হাজার মানুষ। জন ভোগান্তি কমাতে অতিদ্রুত সময়ের মধ্যে এই পন্টুন পরিবর্তনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ফুলহাতা গ্রামের রিফকুল ইসলাম, লাভলু মল্লিকসহ কয়েকজন বলেন, আমাদের এই এলাকা থেকে বাগেরহাট ও মোরেলগঞ্জ যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে লঞ্চ ও ট্রলার। কিন্তু এই পন্টুনটি পানির নিচে থাকায় আমাদের খুব অসুবিধা হচ্ছে। ভাটির সময় লঞ্চে উঠতে হয় কাদা মারিয়ে এবং জোয়ারের সময় পানির মধ্যে দিয়ে। দ্রুত সময়ের মধ্যে অকেজো পন্টুনটি সরিয়ে নতুন পন্টুন দেওয়ার দাবি জানান তারা।
ফুলহাতা লঞ্চঘাটের ইজারাদার মো. শাহজামান হাওলাদার মন্টু বলেন, বছর খানেক আগে বিআইডব্লিউটিএর একটি জাহাজ এই পন্টুনের সঙ্গে বাঁধা হয়েছিল। সেসময় স্রোতের তোরে পন্টুনসহ জাহাজটি নদীর মাঝ খানে চলে যায়। তখন পন্টুনের মধ্যে পানি উঠে গেছিল। পরবর্তীতে আবারও পন্টুনটি লঞ্চঘাটে আনা হয়েছিল। তখন পন্টুনটির বেশ ক্ষতি হয়েছিল।
বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে পন্টুনটির বেশিরভাগ অংশ পানির নিচে রয়েছে। কোনো লঞ্চ ও ট্রলার পন্টুনের সঙ্গে ভিড়তে পারছে না। ফলে প্রতিদিন কয়েক হাজার যাত্রী ভোগান্তিতে পড়ছে।
বিআইডব্লিউটিএ, খুলনার যুগ্ম পরিচালক মো. আশরাফ হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পন্টুনটি মেরামতের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। অল্প সময়ের মধ্যে এটি মেরামতের জন্য নেওয়া হবে। মেরামতের জন্য নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে নতুন পন্টুন দেওয়া হবে।
মোরেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, জন ভোগান্তির বিষয়টি চিন্তা করে বিআইডব্লিউটিএর সঙ্গে কথা বলেছি। তারা বলেছে দ্রুততম সময়ের মধ্যে এখানে নতুন পন্টুন দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
আরএ