পাবনা: দেশব্যাপী করোনা সংক্রমের পাশাপাশি বর্ষার এই সময়ে এডিস মশার উপদ্রব ও সংক্রমণ বেড়েছে। তাই এডিস মশা নিয়ন্ত্রণ ও নিধন কার্যক্রমের অংশ হিসাবে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি মশা নিধক জিবানু নাশক স্প্রের কার্যক্রম হাতে নিয়েছে জেলার এক দল সেচ্ছাসেবক কর্মীরা।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে জেলা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ড থেকে সচেতনামূলক র্যালি ও মশা নিধক স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান। র্যালিটি পুলিশ লাইন্স চত্বর থেকে বের হয়ে শহরের জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়। এসময় ফগার মেশিন দিয়ে জীবানুনাশক স্প্রে করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৌকত আফরোজ আসাদসহ জেলা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা ও সেচ্ছাসেবক পরিবারের অর্ধশত সদস্যরা।
জেলার প্রায় ১২টি সেচ্ছামূলক সংগঠনের প্রায় শতাধিক সেচ্ছাসেবীরা এই কার্যক্রমে পর্যাক্রমে অংশ নেবেন। প্রতিদিন একটি করে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে সকাল থেকে দুপুর পর্যন্ত এই কার্যক্রম চলবে। পাশাপাশি এডিস মশা বিস্তার রোধে সচেতনতামূলক প্রচার অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এনটি