ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

ভৈরবে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
ভৈরবে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জ: বাজার তদারকি ও ভেজালবিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার কমলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

 

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা আক্তার, স্যানিটারি ইন্সপেক্টর রুহুল আমিন এবং ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।  

সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বাংলানিউজকে জানান, শনিবার বিকেলে উপজেলার কমলপুর এলাকায় বাজার তদারকি ও ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ লবণের ব্যবহার, নিষিদ্ধ রঙের ব্যবহার, কেক প্রস্তুতে অনুমোদনহীন পণ্যের ব্যবহার, অনুমোদনহীন গুঁড়া দুধ এর ব্যবহার,  মোড়কজাতহীন অবস্থায় মধু, তেল এবং আমদানিকারক ও বিএসটিআই এর সিল ব্যতীত পণ্য সামগ্রী পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় জান্নাত বেকারিকে ৫০ হাজার টাকা, বন্ধন বেকারিকে ১৫ হাজার টাকা ও ইয়াকিন শপকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়াও উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয় এবং হ্যান্ডমাইকের সাহায্যে প্রচারণা চালানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।  
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।