ঢাকা: শোকের মাস আগস্টকে ঘিরে যশোরে ব্যানার, প্যানা ফেস্টুন টাঙানো শুরু করেন স্থানীয় নেতারা। কিন্তু শহরের বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালকে ঘিরে প্যানা ফেস্টুন এমনভাবে টাঙানো হয় যাতে ঢেকে যায় জাতির পিতার প্রতিকৃতি।
যাকে শ্রদ্ধা জানানোর জন্যে এ ম্যুরাল, সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আড়ালে চলে যান নেতাকর্মীদের অসুস্থ প্রতিযোগিতায়।
বিষয়টি পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যর দৃষ্টিতে এলে তিনি তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালের সৌন্দর্য ফেরানোর সিদ্ধান্ত নেন।
শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় জেলা প্রশাসকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ম্যুরাল পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে থেকে বেশকিছু প্যানা ফেস্টুন নামিয়ে দেন তিনি। শনিবার (১৪ আগস্ট) সকাল ১০টার মধ্যে সব প্যানা ফেস্টুনসহ ম্যুরালের দুই পাশে নির্মিত সুউচ্চ দুটি তোরণও অপসারণেরও নির্দেশ দেন তিনি।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের জনসংযোগ কর্মকর্তা আহসান হাবীব জানান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশে যশোরে উচ্ছেদ করা হয় বঙ্গবন্ধু ম্যুরালের ব্যানার, প্যানা ফেস্টুন। ঢেকে ফেলা প্যানা, ব্যানার ফেস্টুন সরাতে রাতব্যাপী অভিযান শেষে শনিবার সকালের মধ্যে ম্যুরালের আশপাশে থাকা সব ব্যানার, প্যানা ও ফেস্টুন উচ্ছেদ করা হয়। এছাড়াও সরিয়ে ফেলা হয় দু’পাশের দুটি সুউচ্চ তোরণও। এতে ফিরছে সৌন্দর্য।
আহসান হাবীব বলেন, প্রতিমন্ত্রী সন্ধ্যায় বঙ্গবন্ধুর ম্যুরাল পরিদর্শনকালে ম্যুরালের পাশের প্যানা, ব্যানার ফেস্টুন সরাতে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানকে নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র হায়দার গণি খান পলাশ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এমআইএইচ/আরআইএস