বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া পাঁচ বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আগড়া পাঁচ বাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৮) ও একই গ্রামের খোকা মিয়ার ছেলে রাকিবুল হোসেন (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির কাছেই জমিতে মরিচের চারা রোপণ করছিলেন শহিদুল ও রাকিবুল। সন্ধ্যার দিকে আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে এবং কিছুক্ষণের মধ্যে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) নান্নু খান জানান, বজ্রপাতে দু’জন মারা যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
কেইউএ/আরবি