ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

নীট শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করবে বিকেএমইএ ও পাথ ফাইন্ডার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
নীট শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করবে বিকেএমইএ ও পাথ ফাইন্ডার ...

ঢাকা: নীটওয়্যার কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার লক্ষ্যে বিকেএমইএ ও পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনালের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।  

শনিবার (১৪ আগস্ট) বিকেএমইএ’র পক্ষে স্বাক্ষর করেন পরিচালক ফজলে শামীম এসহান ও আখতার হোসেন অপূর্ব।

অন্যদিকে পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনালের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিনিয়র কান্ট্রি ডিরেক্টর ক্যারোলিন ক্রসবি ও পরিবার পরিকল্পনা বিশেষজ্ঞ মাহবুব উল আলম। বিকেএমইএ ঢাকা কার্যালয়ে স্বাক্ষরিত এই সমঝোতার মাধ্যমে শুরু হওয়া প্রকল্পটি ২০২৩ সালের ৩০ জুন শেষ হবে।  

প্রকল্পটির মাধ্যমে বিকেএমইএ সদস্য কারখানাগুলোতে ফ্যামিলি প্ল্যানিং কর্নার তৈরি করা হবে যেখানে বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স দ্বারা প্রশিক্ষিত মাস্টার ট্রেইনার তৈরি করা হবে যারা শ্রমিকদের মধ্যে পরিবার পরিকল্পনা, জন্ম বিরতিকরণ পদ্ধতি, স্বাস্থ্য সচেতনা, পরিস্কার পরিচ্ছন্নতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য দেবেন।  

এসময় বিকেএমইএ’র পরিচালক ফজলে শামীম এহসান বলেন, নীটওয়্যার শিল্পকে আরো উৎপাদনমুখী করতে পরিবার পরিকল্পনার মতো বিষয়টি বিকেএমইএ’র গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। ইতোমধ্যেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত হয়েছে। স্বল্পতম সময়ে উন্নত দেশের তালিকায় উত্তীর্ণ হতে নীটওয়্যার শিল্প বৃহৎ ভূমিকা রাখতে পারে।

পরিচালক আখতার হোসেন অপূর্ব বলেন, আমাদের কারখানাগুলোতে অনেক নারী শ্রমিকই পরিবার পরিকল্পনার মতো বিষয়গুলো জানেন না। যা পরেক্ষভাবে উৎপাদনে প্রভাব ফেলে।

এছাড়াও শ্রমিকদের পুষ্টি সহায়তায় ‘নিউট্রিশন অব ওয়ার্কিং উইমেন’, মাতৃ দুগ্ধ দান মায়েদের জন্য ল্যাকটেটিং মাদার সহায়তা প্রকল্প, শ্রমিকদের চোখের চিকিৎসায় বিনামূল্যে চক্ষু সেবা সহায়তা, যক্ষা নিয়ন্ত্রণে টিবি কন্ট্রোল প্রোগ্রাম, নারী শ্রমিকদের মিন্সট্রুয়াল হাইজিন বিষয়ে ‘অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফর দ্যা ফিমেল গার্মেন্ট ওয়ার্কার্স মিন্সট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট’সহ নীট শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প পরিচালনা করে আসছে বিকেএমইএ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিকেএমইএ ও পাথ ফাইন্ডার ইন্টার ন্যাশনালের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এসএমএকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।