ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

শোক দিবস: শাবিপ্রবি অর্থনীতি অ্যালামনাইয়ের ভার্চ্যুয়াল আলোচনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
শোক দিবস: শাবিপ্রবি অর্থনীতি অ্যালামনাইয়ের ভার্চ্যুয়াল আলোচনা

ঢাকা: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর অর্থনৈতিক ভাবনা’ আলোচনা জুম প্ল্যাটফর্মের মাধমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সনজিত কুমার বণিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব, বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল হোসেন, শাবিপ্রবি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. আবদুল মুনিম জোয়ারদার এবং বাংলাদেশ ছাত্রলীগ শাবিপ্রবি শাখার সাবেক সভাপতি মোহাম্মদ ফরিদ আলম।

জাতির পিতা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং যে সুদূরপ্রসারী অর্থনৈতিক রূপকল্প চিন্তা করেছিলেন তারই বাস্তব চিত্র আলোচনা সভায় তুলে ধরেন অর্থ বিভাগের উপ-সচিব মো. নজরুল ইসলাম, উপ-সচিব মোস্তফা মোরশেদ, এমসি কলেজের সহকারী অধ্যাপক জেবিন আক্তার ও শাবিপ্রবি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী আবদুল্লাহ আল বাকী।

অর্থনীতি অ্যালামনাই অ্যাসোসিয়েশন শাবিপ্রবির সভাপতি মোছলেহ উদ্দিন আহমদ খুশবুর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাসমির রেজা।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।