ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবানে মোমবাতি প্রজ্জ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবানে মোমবাতি প্রজ্জ্বলন

বান্দরবান: বান্দরবান জেলা ছাত্রলীগের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
 
শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও শহীদ পরিবারের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।


 
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোক শিখা প্রজ্জ্বলন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
 
আলোক শিখা প্রজ্জ্বলনকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজল কান্তি দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, মো. মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, জেলা ছাত্রলীগের সভাপতি মো. কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীলসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
 
এসময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের খুনিদের দ্রুত ফাঁসির রায় কার্যকর করার আহ্বান জানান।
 
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।