ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

টিকা নিলেই জুস-ফল-মাস্ক দিচ্ছেন কাউন্সিলর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
টিকা নিলেই জুস-ফল-মাস্ক দিচ্ছেন কাউন্সিলর

রাজশাহী: রাজশাহীর সিটি করপোরেশনের একটি ওয়ার্ডে যারা করোনার টিকা নিচ্ছেন তাদের প্রত্যেককে দেওয়া হচ্ছে একটি করে প্যাকেট। প্রতিটি প্যাকেটে রয়েছে একটি আপেল,  একটি জুস প্যাকেট (২০০ মিলি), এক বোতল পানি (২৫০ মিলি), একটি মাস্ক ও দুটি নাপা ট্যাবলেট।



রাজশাহী সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন।

দেশের অনেক স্থানে যেখানে টিকা নিতে গিয়ে মানুষ বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন সেখানে করোনার টিকা নিতে এসে অপ্রত্যাশিতভাবে ফল, জুস, পানি, মাস্ক এবং ওষুধ পেয়ে খুশি ওয়ার্ডবাসী।

রাজশাহী মহানগরীতে ওয়ার্ড পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু হলে ওয়ার্ডবাসীকে টিকা নিতে আগ্রহী করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান কাউন্সিলর আনোয়ার হোসেন আনার।  

তিনি জানান, গত ৭ আগস্ট থেকে মহানগরীতে ৩০টি ওয়ার্ডে গণটিকার কর্মসূচি শুরু হয়। ৭ আগস্ট ১৪ নম্বর ওয়ার্ডে ৫৪৩ জনকে এবং ৮ আগস্ট ৭৮০ জনকে মর্ডানার ১ম ডোজ টিকা দেওয়া হয়। দুদিনে টিকাগ্রহণকারী সবাইকে কমলা, জুস, পানি, মাস্ক ও ওষুধ দেওয়া হয়েছে। ১৪ আগস্ট প্রায় এক হাজর ৮০০ জনকে টিকা দেওয়া হয়েছে। তাদের সবাইকে একটি আপেল, এক প্যাকেট জুস, এক বোতল পানি, একটি মাস্ক ও  দুটি নাপা ট্যাবলেট দিয়েছি। আগামী ১৬ আগস্টও যারা টিকা নেবেন, তাদেরও একইভাবে আপ্যায়ন করা হবে। এরপরেও যতদিন টিকাদান কার্যক্রম চলবে ততদিন এভাবে আমাদের ওয়ার্ডের বাসিন্দাদের আপ্যায়ন করবেন বলেও জানান ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার।

এদিকে কাউন্সিলর আনোয়ার হোসেন আনারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ওয়ার্ডবাসী।

শনিবার (১৪ আগস্ট) টিকা নিতে আসা তেরখাদিয়া এলাকার অধিবাসী জহুরা বেগম জানান, তাদের ওয়ার্ড কার্যালয়ের পাশে প্যান্ডেল করে সেখানে পুরুষ ও নারীদের আলাদা বুথ করে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবাই সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে টিকা নিয়েছেন। টিকা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ওয়ার্ডকর্মীরা ডেকে হাতে একটি প্যাকেট তুলে দেন। টিকা নিতে গিয়ে তাকে এভাবে আপ্যায়ন করা হবে, সেটি ভাবেনওনি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।