ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৪ জন আহত হন।
শনিবার (১৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মঠবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে তিনজন ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দু’জন মারা গেছেন। তবে তাৎক্ষণিক নিহতের নাম ঠিকানা জানা যায়নি।
ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সারোয়ার জানান, বৈলর মঠবাড়ী এলাকায় একটি ট্রাক বিকল হয়ে দাঁড়ানো ছিল। এ সময় ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। পরে আহতের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও দু’জন মারা যান।
ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হেলিম মিয়া বলে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এমআরএ