ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা বহনকারী ট্রলার ডুবি, নিখোঁজ ২৭, উদ্ধার ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
রোহিঙ্গা বহনকারী ট্রলার ডুবি, নিখোঁজ ২৭, উদ্ধার ১৪

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে কক্সবাজারে পালিয়ে যাওয়ার সময় ৪১ রোহিঙ্গাবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ২৭ জন নিখোঁজ রয়েছেন।

আর উদ্ধার করা হয়েছে ১৪ জনকে।  

শুক্রবার (১৩ আগস্ট) দিনগত রাতে চট্টগ্রামের মোহনায় প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। শনিবার ভোরের দিকে ১৪ জন রোহিঙ্গাকে পাশের মাছধরা ট্রলারের জেলেরা উদ্ধার করলেও ২৭ জন এখনো নিখোঁজ।

ভাসানচর ক্যাম্প সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে কান্ট্রিবোটে করে ৪১ রোহিঙ্গা পালিয়ে যান। চট্টগ্রামের সামুদ্রিক সীমানায় ট্রলারটি প্রবল স্রোতের মুখে উল্টে রোহিঙ্গা যাত্রীরা নিখোঁজ হন।  

উদ্ধারের পর ১৪ রোহিঙ্গাকে ভাসানচরে পৌঁছে দেন জেলেরা। এদিকে নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছে।

ভাসানচর ক্যাম্প ইনচার্জ সহকারী কমিশনার সুজিত কুমার চন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে জেলেরা ১৪ রোহিঙ্গাকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাকিদের উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যদের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।