ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

ত্রিশালে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৬ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
ত্রিশালে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৬  দুর্ঘটনাকবলিত বাস।

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহতের সংখ‍্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরো ১২ জন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

রোববার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে মমেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আরো একজনের মৃত‍্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, রাতে আহতদের হাসপাতালে আনার পর দুজন এবং রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। হাসপাতালে এখনো আরো ১২ জন চিকিৎসাধীন আছেন।

এর আগে শনিবার (১৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মঠবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, ঘটনাস্থলে তিনজন ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো দুজন মারা গেছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। এ নিয়ে মৃতের সংখ‍্যা ৬ জন।  

তিনি আরো জানান, নিহত ৬ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জেলার ত্রিশাল উপজেলার বানিয়াধলা গ্রামের মৃত হাসমত আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫), জেলার হালুয়াঘাট উপজেলার মৃত শাহেদ আলীর ছেলে রিফাত মিয়া (২৮) ও সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পারাইল গ্রামের কামাল উদ্দিন (৪০)। তবে তার বাবার নাম এখনো নিশ্চিত নয় পুলিশ। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  

ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সারোয়ার জানান, বৈলর মঠবাড়ী এলাকায় একটি ট্রাক বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়েছিলো। এ সময় ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।