ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
চকরিয়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৭

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেন্ডিবাজার সংলগ্ন গ্রিনভ্যালি কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গাড়িটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু, একজন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।