বরিশাল: উদ্বোধনের অপেক্ষায় থাকা বরিশালের উজিরপুরে কঁচা নদীতে ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ভেঙে পড়েছে।
শনিবার (১৪ আগস্ট) উপজেলার সাতলা এলাকার চৌমোহনীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর ২টায় বিকট শব্দে ব্রিজের দুটি গার্ডার ভেঙে নদীতে পড়ে যায়। গার্ডার ভাঙার শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলজিইডির তত্ত্বাবধায়নে ব্রিজের নির্মাণকাজ বাস্তবায়নের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিবিএল। চুক্তি অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
ওটিবিএল কোম্পানির প্রজেক্ট ম্যানেজার সৈয়দ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রতিটি পিলারের মধ্যে ৪৫ মিটার করে ৫টি গার্ডার স্থাপন করা হয়েছিল। মাঝ বরাবর ক্রেনের মাধ্যমে একটি গার্ডার সরাতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে ২টি গার্ডার নদীতে পড়ে যায়। এটি একটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফ মো. জামাল উদ্দিন বলেন, গার্ডার দুটি ভেঙে পড়ার পেছনে এলজিইডি কর্তৃপক্ষের কোন গাফিলতি নেই। এটার সম্পূর্ণ দায়ভার ঠিকাদারি প্রতিষ্ঠানের। নির্মাণ কাজের দেখভালের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী (এসও) করোনা ভাইরাসে আক্রান্ত। এ কারণে তিনি সেখানে যাওয়া বা খোঁজ খবর রাখতে পারেন নি।
তিনি আরও বলেন, গার্ডার ভেঙে পড়ার ঘটনা জানতে পেরে আমি নিজেই খোঁজ নিয়েছি। কাজের মান নিয়ে কোনো সমস্যা নেই। মূলত ঠিকাদারের লোকদের অসাবধানতার কারণেই এ ঘটনা ঘটেছে। গার্ডার সিফটিং করতে গিয়ে জ্যাক স্লিপ করে একটি গার্ডারের উপর অপর একটি পড়ে। এজন্য দুটি গার্ডারই ভেঙে নদীতে পড়ে যায়।
নির্বাহী প্রকৌশলী বলেন, এ ধরণের ঘটনা কাম্য নয়, একটি গার্ডার বানাতে অন্তত এক মাস সময় লেগে যায়। সেটা ভেঙে গেলে পুনরায় এক মাস পিছিয়ে যেতে হয়। দুটি গার্ডার ভাঙার কারণে আগামী ডিসেম্বরে নির্ধারিত সময়ে ব্রিজটির কাজ শেষ করা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
এ ব্যাপারে জানতে উপজেলা প্রকৌশলী মীর মহিদুল ইসলামকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কঁচা নদীর ওপর ৬ হাজার ৩শ মিটার চেইনেজে ৪০৫ মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এমএস/আরএ