নাটোর: নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় ৪০০ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ।
জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের কার্যক্রম শুরু করা হয়।
রোববার (১৫ আগস্ট) উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
খাদ্য সহায়তা পেয়ে রাজিয়া বেগম নামে এক উপকারভোগী বলেন, আমি অসহায় লোক। কাম করবার পারি না। বসুন্ধরা গ্রুপের খাবার পাইয়্যা উপকার হইলো। তার জন্য দোয়া করিনু। আমগের যেনো আরো দেওয়ার তৌফিক দেয়।
সনিতা রানী নামে আরেক উপকারভোগী বলেন, আমার স্বামী মারা গেছে। মাইষেরতে চাইয়্যা চিন্তা খাই। আজ বসুন্ধরা আমারে পেটের খাওয়া দিছে। গরিবের মুখে আহার তুলে দিছে। তাক আশির্বাদ করি। ভগবান ভালো করবে।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে শুরুতেই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল বলেন, বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই করোনার মধ্যেও তারা আমাদের উপজেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। অসহায় মানুষদের ৭-১০ দিনের খাদ্য সহায়তা দিচ্ছে। যারা আজ খাদ্য সহায়তা পেয়েছেন তারা সবাই মাস্ক পরে থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কারো ঘরে খাবার না থাকলে আপনারা আমাদের জানাবেন। অথবা ৩৩৩ নাম্বারে কল করে জানাবেন। আমরা আপনাদের বাসায় খাবার পৌঁছে দেব।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দেবী পাল, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আঞ্জুম অনন্য, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রওশন কামাল, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক সুষ্ময় দাস, বাগাতিপাড়া উপজেলার সভাপতি রানা খান, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ, রকি, রিয়াদ, জয়, সিয়াম, রাশেদুল, রুবেল, জাহিদুল, রাসেল, মিলন, শান্ত।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
আরএ