চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরে গ্রামে ইঞ্জিনচালিত অবৈধ আলমসাধু চাপায় জিম খাতুন নামে (০৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বেগমপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ৯টার দিকে বেগমপুর ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা পার হচ্ছিল শিশু জিম খাতুন। এসময় দ্রুতগতির একটি আলমসাধুর নিচে পড়ে পিষ্ট হয় জিম খাতুন। স্থানীয়রা আহত জিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। দুই ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় জিমের মৃত্যু হয়। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় আটক করা হয় আলমসাধু চালক হৃদয়কে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বাংলানিউজকে বলেন, শিশুটি মাথাসহ বিভিন্নস্থানে গুরুতর আঘাত পেয়েছিল। ভর্তির প্রায় দুই ঘণ্টা পর তার মৃত্যু হয়। মরদেহ কাউকে না জানিয়ে তার পরিবার বাসায় নিয়ে চলে যায়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা পারাপারের সময় আলমসাধুর চাকায় পিষ্ট হয়। পরে হাসপাতালে ভর্তি করলে দুঘণ্টা পর শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় আলমসাধুর চালক হৃদয়কে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এনটি