ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

'বাংলাদেশের শোকে ভারত সমব্যথী'

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
'বাংলাদেশের শোকে ভারত সমব্যথী'

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

রোববার (১৫ আগস্ট) ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকার ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

এসময় হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় জানিয়েছে, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশের শোকে ভারত সমব্যথী। বঙ্গবন্ধু যে মূল্যবোধের পক্ষে দাঁড়িয়েছিলেন, আমরা তা রক্ষায় অনুপ্রাণিত হয়েছি। '

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
টি আর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।