সাতক্ষীরা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য।
রোববার (১৫ আগস্ট) সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং সীমান্তের ভোমরা ও মাদরায় এ সামগ্রী দেওয়া হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা, ভারপ্রাপ্ত সুবেদার মেজর আশরাফুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে দুই শতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল, আটা, আলু, তেল ও লবণ বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এসআরএস