ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার দায়ে পঞ্চগড় সদর উপজেলায় সার ও কীটনাশকের তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ আগস্ট) দুপুরের দিকে উপজেলার কামাতকাজল দিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে এ অভিযান চালানো হয়।

নেতৃত্ব দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন।

ইউএনও আরিফ হোসেন বাংলানিউজকে জানান, মূল্য তালিকা না টাঙিয়ে সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত দামে টিএসপি, এমওপি ও ইউরিয়া সার বিক্রি করার দায়ে টুনিরহাট বাজারের মামা ট্রেডার্সকে ১০ হাজার, বিসমিল্লাহ্‌ ট্রেডার্সকে ২০ হাজার ও ইত্যাদি ট্রেডার্সকে ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।