নাটোর: নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় ৪০০ অতিদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। এছাড়া সবার মধ্যে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
সোমবার (১৬ আগস্ট) উপজেলার নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই খাদ্যসামগ্রী বিতরণ করেন শুভসংঘের সদস্যরা।
বেলাল খাঁ। বয়সের জন্য ভারী কাজ করতে পারেন না। নিজের একটি গরু আছে সেটাকে লালন-পালন করেন। প্রতিবছর একটি করে বাছুর প্রসব করে গরুটি। সেটা ৭-৮ মাস পর বিক্রি করেন। সেখান থেকে এককালীন আয় হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। এই টাকা দিয়েই স্বামী-স্ত্রীর ভরণ-পোষণ হয়। তবে তা যথেষ্ট নয়। বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পেয়ে তিনি খুশি। এর আগে কোনো সহায়তা পাননি। তিনি বলেন, আপনাগো এই খাবারে আমাগর ১৫-১৬ দিন চলব। আল্লা বসুন্ধরা মালিকের বাঁচায় রাখুক। আরও উন্নতি দিক।
লিয়াকত আলী নামের এক উপকারভোগী বলেন, আল্লাপাক আপনাগর ভালো রাখবে আরও উন্নতি দিবে এটাই কামনা করি। তোমাগর সাফল্য কামনা করি। দীর্ঘায়ু কামনা করি।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন বলেন, আজকে বসুন্ধরা গ্রুপ ও কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে ৪০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ হয়েছে। এ মহান উদ্যোগের জন্য আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই। তিনি সারা দেশের ২ লাখ মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছেন। এভাবে যদি আমাদের দেশের বড় কোম্পানিগুলো এগিয়ে আসে তবে এই মহামারি সময় খুব দ্রুতই কাটিয়ে উঠতে পারবো। এতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে প্রত্যয় সেটাও এগিয়ে যাবে। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে কালের কণ্ঠ শুভসংঘ যেভাবে উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে এর জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। আশা করি আপনাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের উপজেলায় অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ায় বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘকে ধন্যবাদ জানাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আমাদের নলডাঙ্গায় ত্রাণের বিষয়টি আমি সমন্বয় করি। তাই কারও কোনো খাদ্যের প্রয়োজন হলে আমাদের জানাবেন। বসুন্ধরা গ্রুপের মতো বড় শিল্পগোষ্ঠীরাও যদি এগিয়ে আসে তবে করোনার এই সময়ে সাধারণ মানুষ উপকৃত হবে।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক সুষ্ময় দাসসহ সোহেল রানাসহ নলডাঙ্গা উপজেলা শাখার স্বেচ্ছাসেবী রবিউল ইসলাম, জেসমিন আরা জুথি, হুমায়ুন রশিদ, মাহফুজার রহমান, সৌরভ তরফদার, তরিকুল ইসলাম, কামরুল ইসলাম, শাহেদ আলী, শিপন আলী, ফায়সাল প্রধান, সাহিনুর ইসলাম।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এমআরএ