সাভার (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলার জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় ইসমাইল হোসেন (৪৫) নামে সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।
সোমবার (১৬ আগস্ট) দুপুরে দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বাংলানিউজকে জানান, জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয় যাত্রীবাহী বাস। এতে গুরুতর আহত হন অটোরিকশাচালক ইসমাইল। এ অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক বাসটি জব্দ করলেও চালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন। তবে তাদের আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এসআরএস