বরিশাল: করোনার টিকা নিতে এলাকাবাসীকে আগ্রহী করতে তিন দিনব্যাপী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বরিশাল নগরীর একদল তরুণ।
সোমবার (১৬ আগস্ট) বিকেলে নগরীর ২৪নম্বর ওয়ার্ডের ধান গবেষণা সড়ক এলাকার কাটাখালি খাল পার্শ্ববর্তী মাঠে ভিন্নধর্মী এ আয়োজনের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বরিশাল যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এসব ম্যাচে করোনার বিভিন্ন ধরনের টিকার নামে দলগুলোর নাম রাখে অংশগ্রহণকারীরা। মঙ্গলবার (১৭ আগস্ট) একই সময়ে আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু করোনা মহামারি থেকে পরিত্রাণে টিকার কোনো বিকল্প নেই। তাই টিকার ব্যাপারে মানুষের ভ্রান্ত ধারণা দূর করতেই এ আয়োজন।
খেলা শুরুর আগে এবং বিরতির সময় উপস্থিত দর্শকদের টিকার ব্যাপারে আগ্রহী করতে বিভিন্ন সচেতনতা মূলক কথা বলেন তরুণ খেলোয়াড়েরা। এছাড়া খেলা চলাকালীন সবার মধ্যে বিতরণ করা হয় মাস্ক।
এ ব্যাপারে বরিশাল যুব ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা এবং মর্ডানা একাদশের অধিনায়ক শাওন আহমেদ বলেন, এ খেলা হার-জিত কিংবা আনন্দ লাভের জন্য নয়, আমরা মূলত এ আয়োজন করেছি মানুষের মধ্যে করোনা টিকার নামগুলো প্রচলন করতে, যাতে করে মানুষ টিকা নিতে আগ্রহী হয়।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এমএস/ওএইচ/