ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
মিরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ঢাকা: রাজধানীর মিরপুর লালকুঠি এলাকায় বাসের ধাক্কায় ফরিদা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।  

সোমবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বিকেল সোয়া পাঁচটায় তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদা বেগম কিশোরগঞ্জ মিঠামইন উপজেলার মনসুর আলীর স্ত্রী। পরিবার নিয়ে গ্রামে থাকেন তিনি। ১ ছেলে ৪ মেয়ের জননী ছিলেন তিনি।

নিহত ফরিদার স্বামী মনসুর আলী জানান, গতকাল দুপুরে তারা গ্রাম থেকে ঢাকায় মিরপুরের লালকুঠি বড় মসজিদের পাশে ছেলে শাহ আলমের বাসায় বেড়াতে আসেন। আজ সকালে তারা একই এলাকায় আরেকজন আত্মীয়ের বাসায় যান বেড়াতে। কিছুক্ষণ পর সেখান থেকে তারা স্বামী-স্ত্রী ছেলের বাসায় ফিরছিলেন। পথে লালকুঠি বড় মসজিদের পাশের রাস্তাটি তার স্ত্রী দৌড়ে পার হতে গেলে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে পরে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।