ঢাকা: প্রশাসনিক কারণে ৩১ জন সাব-রেজিস্ট্রারকে বদলি এবং নিয়োগ পাওয়া ৩৪ জনকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত দু'টি আদেশ জারি করা হয়েছে।
বদলির প্রাপ্যতা এবং প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে সাব-রেজিস্ট্রারদের বদলি করা হয়েছে।
৩১ সাব-রেজিস্ট্রারকে আগামী ২৩ আগস্ট তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি হওয়া কর্মস্থলে যোগদান করতে বিজ্ঞপ্তি জারি করার জন্য নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।
৩৪ জন সাব-রেজিস্ট্রারকেও আগামী ২৩ আগস্ট তাদের পদায়ন হওয়া কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এমআইএইচ/ওএইচ/