সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে বিদ্যুৎস্পৃষ্ট পৃষ্ট হয়ে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) বিকেলের দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চর দোগাছী গ্রামে নিজ ঘরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মো. মোকলেছুর রহমানের মেয়ে মোছা. মুন্নী খাতুন (১৪) ও ছেলে আবু তালহা (৫)।
কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) রমন কুমার বাংলানিউজকে জানান বিদ্যুতের কোনো ছিদ্র তার ঘরে থাকা স্টিলের তৈরি কাপড়ের বাক্সে লেগে বিদ্যুতায়িত হয়েছিল। এ অবস্থায় বিকেলের দিকে ওই বাক্সে থেকে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তালহা। এ সময় ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বোন মুন্নীও। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কামারখন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এসআরএস