ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

কামারখন্দে সড়ক দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
কামারখন্দে সড়ক দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত দুর্ঘটনাকবলিত সেনাবাহিনীর গাড়ি। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

সোমবার (১৬ আগষ্ট) সন্ধ্যার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নওদা শালুয়া গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে মেহেদী (৪০) ও রাজশাহী জেলার পুঠিয়া থানার ঝলমলিয়া গ্রামের শ্যামল দত্তের ছেলে দীপঙ্কর (২৭)।  

মেহেদী টাঙ্গাইল বঙ্গবন্ধু সেনানিবাসের ৩৭ এবি রেজিমেন্ট আর্টিলারির কর্পোরাল ও দীপঙ্কর একই রেজিমেন্টের সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।  

আহতরা হলেন- বগুড়া জেলার ধুনট উপজেলার বেলকুচি গ্রামের আব্দুল মজিদের ছেলে গাড়িচালক ল্যান্স কর্পোরাল ইমরান (৩০), নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সৈনিক মাইনুল ইসলাম (২১) ও সার্জেন্ট ফিরোজ।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বাংলানিউজকে জানান, সেনাবাহিনীর একটি গাড়ি হাটিকুমরুলের দিকে যাওয়ার সময় একই অভিমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পাঁচজন সেনা সদস্য গুরুতর আহত হন।  

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্পোরাল মেহেদী ও সেনা সদস্য দীপঙ্কর মারা যান। আহত বাকি তিন সেনা সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।