ঢাকা: দেশের জন্য ত্যাগ স্বীকার করলে তা কোনোদিন বৃথা যায় না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে তার আদর্শকে বুকে ধারণ করে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অবদান রাখতে হবে।
সোমবার (১৬ আগস্ট) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলনকক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কাছে বাঙালি জাতি চিরঋণী। এ জাতি কোনদিনই এ ঋণ শোধ করতে পারবে না। স্ব-পরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। জাতির পিতা ছিলেন মানবতার ফেরিওয়ালা। মহানুভব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। আজকে আমাদের সবাইকে শপথ নিতে হবে ১৫ আগস্টের শোককে শক্তিতে রূপান্তর করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সাকিউন নাহার বেগমের সভাপতিত্বে শ্রম আলীপ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ফারুক, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সুলতান মাহমুদ অতিরিক্ত সচিব জেবুন্নেছা করিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমারসহ মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর, দপ্তর-সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
জিসিজি/এনটি