ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় বাসচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
কুষ্টিয়ায় বাসচাপায় পথচারী নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতপরিচয় (২০) এক যুবক নিহত হয়েছেন। এসময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

সোমবার (১৬ আগস্ট) দিনগত রাত ১টার দিকে মিরপুর বিজিবি সেক্টরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মিরপুর বিজিবি সেক্টরের সামনে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। বাসে দশজন যাত্রী থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করেছে। সেইসঙ্গে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। তবে এখনও নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।