ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
সোমবার (১৬ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (১৭ আগস্ট) তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া।
তিনি জানান, র্যাব-১০ এর সদস্যরা তাদের হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দক্ষিণ কেরানীগঞ্জে র্যাব-১০ এর সঙ্গে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে বলে জানা গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
এজেডএস/আরএ