ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত  প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিদ্দিক মুন্সি (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 তিনি উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা।

শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্লা জানান, রাত সাড়ে ৮টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওপর ভাটপাড়া সাইনবোর্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিদ্দিক মুন্সী।  

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, এ বিষয়টি আমার জানা ছিলো না। খোঁজ পেয়ে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।