ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

ইট-পাটকেল ছুড়লে 'উশৃঙ্খল যুবকদের' সরিয়ে দেয় পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
ইট-পাটকেল ছুড়লে 'উশৃঙ্খল যুবকদের' সরিয়ে দেয় পুলিশ

ঢাকা: রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, কিছু উশৃঙ্খল যুবক বিনা কারণে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশও তাদেরকে লক্ষ্য করে টিয়ারসেল ছোড়ে।

এ ঘটনায় বিএনপির বেশ কয়েক জন ও পুলিশের ৭-৮ জন সদস্য আহতের খবর পাওয়া গেছে। তবে ঘণ্টাখানেকের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে চন্দ্রিমা উদ্যানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, আগে থেকেই তথ্য ছিল আজ বিএনপির এই কর্মসূচি ঘিরে নাশকতার চেষ্টা হতে পারে। এ কারণে সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ অ্যাকশানে যেতে বাধ্য হয়।

এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাওয়ার কথা ছিল। এ কর্মসূচিতে দলের কয়েক হাজার নেতাকর্মী সকাল থেকে মাজারে জড়ো হন। একপর্যায়ে পুলিশ বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীদের ওপর আক্রমণ করে।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বাংলানিউজকে বলেন, বেশ কিছু উশৃঙ্খল যুবক চন্দ্রিমা উদ্যানের বাণিজ্য মেলার মাঠের দিক থেকে দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ও তাদেরকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।

সংর্ঘষে পুলিশের ৭-৮ জন সদস্য আহত হয়েছে। একপর্যায়ে হামলাকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ওই উশৃঙ্খল যুকদের বিষয়ে তিনি বলেন, সম্ভবত যাদের কর্মসূচি ছিল, তাদেরই অন্য একটি অংশের লোকজন উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। বাণিজ্য মেলার মাঠে ইট থাকে, তারা ওইপাশের দেওয়াল টপকে ইটের টুকরা নিয়ে প্রবেশ করে পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের আজকের কর্মসূচির অনুমতি ছিল, তাদেরকে গেইট দিয়ে গাড়ি নিয়েই প্রবেশ করতে দেওয়া হয়েছে। কিন্তু যাদের অনুমতি ছিল না তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বাংলাদেশ সময় ঘণ্টা: ১২৫৫, আগস্ট ১৭, ২০২১ 
পিএম/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।