চাঁদপুর: চাঁদপুরে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যু এবং সংক্রমণের হার দ্রুত কমেছে। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা গেছেন দুইজন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে জানা গেছে, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩৫৯১। মৃত্যুবরণ করেছেন ২২০ জন। সুস্থ হয়েছেন ১০৮৬৪ জন। বতর্মানে আইসোলেশন ইউনিটে করোনায় আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন ৮৮ জন।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) এবং করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল বাংলানিউজকে বলেন, করোনা ওয়ার্ডে এখন অনেক শয্যা ফাঁকা। গত দুই মাসে এমনটি চোখে পড়েনি।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৫৭ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১০৮ জন। এতে সংক্রমণের হার ১৯.৩৮ শতাংশ, যা জেলাবাসীর জন্য স্বস্তির খবর। তবে এ অবস্থায় সংক্রমণ যেন না বাড়ে তার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
আরএ