ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন জাদুশিল্পী সুমন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন জাদুশিল্পী সুমন

মৌলভীবাজার: পারিবারিক জমিজমা সংক্রান্ত এবং মানসিক অশান্তির কারণে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন সুমন (৩০) নামে এক যুবক।

তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের গয়ঘর এলাকায়।

তিনি পেশায় একজন জাদুশিল্পী।  

সোমবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টায় ‘জাদুশিল্পী সুমন’ (Jadu Shilpi Shuhmon) তার ফেসবুক আইডি থেকে লাইভ শুরু করেন।

ওই ভিডিওতে দেখা যায়, তিনি গলায় কাপড় পেঁচিয়ে ২ মিনিট ২৯ সেকেন্ড কথা বলেন ও আত্মহত্যা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, গয়ঘর এলাকায় সুমন নিজ বাড়ির পাশে আকিদ আলীর বাড়িতে স্ত্রী, মা ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ভাড়া থাকতেন। ওই ঘরে দুটি কক্ষ ছিল। রাতে একটি কক্ষে গিয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন সুমন।  এ সময় বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান ঝুলন্ত অবস্থায় সুমনকে। পরে তারা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বাংলানিউজকে বলেন, পারিবারিক জমিজমা সংক্রান্ত ঝামেলা এবং মানসিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে আমরা জেনেছি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ১৭ আগস্ট, ২০২১
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।