ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বাংলাদেশে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

মঙ্গলবার (১৭ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।



ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্র আমাদের অনুরোধ করেছে, কিছু আফগানকে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য। তবে, আমরা তাদের বলেছি, আশ্রয় দিতে পারলে আমরাও খুশী হতাম, তবে আমরা ইতোমধ্যেই ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। আমাদের আর কোনো শরণার্থীকে আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, আফগানিস্তানে জনগণের সরকার হলে আমরা, তাদের সঙ্গে থাকবো। আফগানিস্তানের পরিস্থিতি আমরা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি।

বিদেশের মিশনগুলোতে পাসপোর্ট সংকট নিয়ে জানতে চাইলে ড. মোমেন বলেন, পাসপোর্ট সরবরাহ করে পাসপোর্ট অধিদপ্তর। তবে প্রিন্টিং না করতে পারার জন্য এই সংকট তৈরি হয়েছে। এখন আবার প্রিন্টিং শুরু হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।