রংপুর: রংপুরের গঙ্গাচড়ায় রাকিবুল হাসান নামে এক ব্যক্তিকে দুই ধরনের করোনার টিকা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) সকালে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাকিবুল হাসান জানান, গত ১২ জুলাই তিনি সিনোফার্মের টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। প্রথম ডোজ নেওয়ার ১ মাস তিন দিন পর সোমবার সকালে দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য ওই কেন্দ্রে গেলে তাকে সিনোফার্মার টিকা না দিয়ে অ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) টিকা দেওয়া হয়।
রংপুরের সিভিল সার্জন জানান, তার ভুলে এটা হয়েছে, তাই ওই ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বাংলানিউজকে বলেন, ওই ব্যক্তি টিকা নিতে এসে তার কাগজ দেখাতে পারেননি। তাই তার নিজের ভুলে দুই ধরনের টিকা দেওয়া হয়েছে। যেহেতু দুটোই করোনার টিকা তাই আশা করি তেমন কোনো সমস্যা হবে না।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
এএটি