ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

মানিকছড়িতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
মানিকছড়িতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে নিজের কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগে দুলাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ আগস্ট) রাতে মেয়েটির মায়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষক দুলাল মিয়া তার স্ত্রীর অনুপস্থিতিতে নিজের কন্যা সন্তানকে (১৩) ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে শিশুটি ধর্ষণের বিষয়ে তার মাকে জানায়। পরে ধর্ষণকারী দুলালকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মানিকছড়ি থানায় মামলা দায়ের করেন মেয়েটির মা।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ধর্ষক বাবাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।