ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

শরণখোলায় গভীর রাতে ভেঙে পড়ল বেইলি ব্রিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
শরণখোলায় গভীর রাতে ভেঙে পড়ল বেইলি ব্রিজ

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা খালের বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে।  

সোমবার (১৬ আগস্ট) গভীর রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন ও রায়েন্দা ইউনিয়নের সংযোগ ব্রিজটি ভেঙে যায়।

যার ফলে ব্রিজ দিয়ে সব ধরনের চলাচল বন্ধ রয়েছে। এতে খোন্তাকাটা ও রায়েন্দা ইউনিয়নের কয়েকটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ।

এর আগে গেল বছর ব্রিজটি একদিকে হেলে পড়েছিল। সে সময় সংস্কার করে সাময়িক চলাচলের ব্যবস্থা করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

স্থানীয় তাইজুল ইসলাম বলেন, এ ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। তারপরও আমরা ঝুঁকি নিয়ে যাতায়াত করতাম। কিন্তু মঙ্গলবার সকালে এসে দেখি এটি ভেঙে খালে পড়ে আছে। এতে আমাদের দুই পাড়ের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মোশাররফ হোসেন মনি, ফারুক হাওলাদারসহ কয়েকজন জানান, ব্রিজটি প্রায় সাত-আট বছর ধরে চলাচলের প্রায় অযোগ্য অবস্থায় ছিল। গত বছর একবার হেলেও পড়ে। অনেকবার বলার পরও সংস্কার না করায় ব্রিজটি ভেঙে পড়েছে।  

রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুজ্জামান মিলন বলেন, খোন্তাকাটা এবং রায়েন্দা ইউনিয়নবাসীর যাতায়াতের জন্য ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। ব্রিজটি গতকাল রাতে হঠাৎ ভেঙে পড়েছে, এর ফলে যানবাহনসহ সব ধরনের চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা এলজিইডি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, যেন দ্রুত ব্রিজটি মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, কয়েক বছর আগে আমরা ব্রিজটি পরিত্যক্ত ঘোষণা করে মানুষ এবং যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাও দিয়েছিলাম। ব্রিজটি অপসারণ করে নিলামে দেওয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য বিকল্প লোহার ব্রিজও করা হয়েছিল। এছাড়া এখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।