ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

বংশালে ফার্নিচার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
বংশালে ফার্নিচার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর বংশাল সামসাবাদ এলাকার একটি বাসায় খোকন (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহতের স্বজনদেরদাবি, ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে খোকনকে।



মঙ্গলবার (১৭ আগস্ট) ভোর পৌনে ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে শাকিলা আক্তার জানান, তারা পরিবার নিয়ে বংশাল নয়ানগর সামসাবাদ ৩৭/১ নম্বর বাড়ির ৫ম তলায় ভাড়া থাকেন। বাবা দুটি বিয়ে করেছেন। এরপরও আসমা (৪০) নামে এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল তার। ওই নারী ঢাকার কেরানীগঞ্জে স্বামী-সন্তান নিয়ে থাকেন। সোমবার (১৬ আগস্ট) রাতে তিনি আমাদের বাসায় আসেন। এরপর তিনতলায় একটি ঘরে অবস্থান করছিলেন দুইজন। তারা সেখানে রাতের খাবার খান। পরে রাত আড়াইটার দিকে ওই নারী খবর দেয়, বাবা বাথরুমে স্ট্রোক করে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারী কোনো বস্তু দিয়ে তার বাবাকে মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন শাকিলা।

এ বিষয়ে জানতে চাইলে বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম মুন্সি বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঢামেক হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। খোকনের মাথার পেছনে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ঘটনার সময় খোকনের সঙ্গে থাকা ওই নারীকে হেফাজতে রেখেছে পুলিশ। কী ঘটেছিল তা জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।