ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

সীমান্ত থেকে অস্ত্র এনে ঢাকায় বিক্রি করছে ছাত্রদল নেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
সীমান্ত থেকে অস্ত্র এনে ঢাকায় বিক্রি করছে ছাত্রদল নেতা গ্রেফতার

ঢাকা: দেশের সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র এনে ঢাকায় বিক্রি করতেন জানিবুল ইসলাম জোসি। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নেতা ছিলেন।

সোমবার (১৬ আগস্ট) রাতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে জানিবুল ইসলাম জোসি ও তার সহযোগী মো. বাসির আলীকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারি বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে দু’টি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও দু’টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ডিবি জানায়, ভারত থেকে চোরাইপথে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্ত এলাকায় আসে অস্ত্রের চালান। এরপর সেসব অবৈধ অস্ত্র ঢাকায় এনে বিক্রি করতেন গ্রেফতার জোসি ও বাসির।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।  

তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে জানিবুল ইসলাম জোসি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের ফ্রন্টলাইনার ছিলেন। তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।  

এই চক্রটি গত কয়েক বছর ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিক্রির জন্য রাজধানীতে আনে বলেও জানান তিনি।

এদিকে, সোমবার (১৭ আগস্ট) রাতে যাত্রাবাড়ী কাজলা এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। চক্রটি অটোরিকশা চালক, মোটরসাইকেল চালক, প্রাইভেটকার চালক ও যাত্রীদের কৌশলে বিভিন্ন খাবারের সঙ্গে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে খাইয়ে গাড়ি ও  মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতেন।

গ্রেফতাররা হলেন- মো. মাসুদ মিয়া ওরফে মাসুদ রানা, মো. সুমন কারাল ওরফে সুমন ফকির, মো. শাহিন ওরফে শামিম গাজী, শাওন ও মো. সজল।

এ সময় তাদের কাছ থেকে ৯০টি চেতনানাশক ট্যাবলেট, অজ্ঞান ও মলম পার্টির কাছে ব্যবহৃত মধুর কৌটা, দু’টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময় ঘণ্টা: ১৬০৪, আগস্ট ১৭, ২০২১
পিএম/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।