ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইল হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর দিল অগ্রণী ব্যাংক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
টাঙ্গাইল হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর দিল অগ্রণী ব্যাংক

টাঙ্গাইল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে করোনা প্রতিরোধে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছে অগ্রণী ব্যাংক।  

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে ময়মনসিংহ সার্কেলের উদ্যোগে তিনটি অক্সিজেন কনসেনট্রেটর দেওয়া হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আলী খান।  

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান, অগ্রণী ব্যাংক টাঙ্গাইল অঞ্চলের মহাব্যবস্থাপক একেএম শামীম রেজা প্রমুখ।  

অগ্রণী ব্যাংক টাঙ্গাইল অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও ডা. শফিকুল ইসলাম সজীব।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।