বগুড়া: বগুড়ার সদর উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মহাস্থানগড় মাজারের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বাংলানিউজকে জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক অবস্থায় তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মর্গে প্রতিবেদন দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
কেইউএ/এসআরএস