ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

বাসচাপায় ২ নারী পথচারী নিহত, ভাঙচুর-অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
বাসচাপায় ২ নারী পথচারী নিহত, ভাঙচুর-অগ্নিসংযোগ ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদীর শিবপুরে উপজেলার সৃষ্টিগড় বাসস্ট্যান্ড সংলগ্ন হাজীবাগান এলাকায় বাসচাপায় দুই পথচারী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি ভাঙচুর ও আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

 

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- শিবপুরের শ্রীফুলিয়া গ্রামের কিতাব আলী স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও শিবপুর সৃষ্টিঘর এলাকার কাজী আয়েছ আলী স্ত্রী অনোয়ারা বেগম (৬৫)।

স্থানীয়রা জানায়, বিকেলে ভৈরব থেকে উত্তরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে হাজীবাগান এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রোকেয়া ও আনোয়ারাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় এবং আহত হন তানজিনা (১৫) নামে এক কিশোরী। এ সময় ঘাতক বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসটি ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে।  

 এ বিষয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর হায়দার তালুকদার বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। একইসঙ্গে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। আহত কিশোরীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করলেও চালক ও তার সহযোগী (হেলপার) পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।