ঢাকা: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, আমার সন্তানদের জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বঙ্গবন্ধুর খুনিদের মুখোশ উন্মোচন করতেই হবে।
তিনি বলেন, বাঙালি জাতি অনেক কেঁদেছে, আর কাঁদতে চায় না।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতিসমূহ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, জাতির পিতা কখনো আপস করেননি, বেইমানি করেনি। পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষুকে ভয় পাননি, মাথা নিচু করেনি। সেই শিক্ষাই জাতির পিতা আমাদের দিয়ে গেছেন।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্যসচিব মকবুল হোসেন, চলচ্চিত্র প্রযোজক সমিতি ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি/সাধারণ সম্পাদকসহ অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
জিসিজি/এমজেএফ